Thursday 2 May 2013

রূপালী আলোর ঠিকানায়



মঞ্জুশ্রী রায়চৌধুরী    


Perpendicular way-তে একটি কবিতা লিখেছি যার প্রথম অক্ষরগুলো ফের ব্যবহার করে usual way-তে লিখেছি আরেকটি কবিতা। ‘রূপকথা’ থীমের ওপর প্রথমটি সোজা-সহজ লেখা যা দ্বিতীয়টির মধ্যে দিয়ে অন্যভাবে ফুটে উঠতে চেয়েছে... সুর যদিও একএটিকে দুভাবে ভাবার একটাই উদ্দেশ্য- তা হল যে খোঁজ ভিতরে ছিল তার অনুসন্ধান ও লেখাটিকে অন্যভাবে উপস্থাপনার চেষ্টা।
                       
                     
                             রূ           রূপালী আলোর ঠিকানায়
               প          ড়ে আছে আমার ভালদিন।
                 টুগন্ধ সন্ধ্যা যায়,
        থা          থাকব কেন আরো-
           
            সু         সুচারু শ্যামলীমার ছায়াভান মেখে
                  র           ঙ-লোভানো বাস্তবের

           
            ম      মনপোড়া, সংরাগহারা
                  ব বাসন্তীসাজ মুখে
        দু          দুনিয়াদারীর ব্যাপারী বেশে?
        পু          পু্ঞ্জপ্রেম, অমরত্ব, পারিজাত,
                   বিপুরে চাঁদ-বুড়ীর নিমন্ত্রণ কথা
           
           
            নি        নিরুচ্চার মিথ্যার মত-
        ল          জ্জার আপাত সাজে সাজেই যদি
                 
                           দ্ভাসিত তবু, ঊজ্জ্বল তা আমার।
        ড়া         রাইসুখকথা বাঁচে কবিতায়, রমণীয়
        ল        লক্ষপ্রেমিক বুকে-                  
           
            স্ব         স্ববিরোধের মালা দোলে গলায়।
        প          ণ-ধন-প্রাপ্তি ফেলে রেখে, সেইদিন ছুঁতে
        ন          বনীত গান মেখে যাব ভেসে
        পু          পুনো প্রণয়-ডাকে জানি এসেছে-
        র           ঙ-রূপকথা চিঠি রূপালী আলোর ঠিকানায়।
**********************************************
Note- কমেন্ট অপশন শূন্য দেখাচ্ছে মানেই শূন্য নয়। গুগুল প্লাসে বদলে ফেলার পর COMMENT-এ ক্লিক করলে মন্তব্যঘর খুলছে ও সেখানে গুগুল প্লাসের মন্তব্যপত্র দেখাচ্ছে । 

No comments: